কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১১ টি মামলা

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ টি মামলায় ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

NewsDetails_03

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টা হতে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার কাপ্তাই সড়কের রেশম বাগান পুলিশ চেক পোস্ট এবং উপজেলা সদর বড়ইছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে ২০১৮ এর সড়ক পরিবহন আইনে হেলমেট, গাড়ীর লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ী চালানোর অপরাধে ১১ টি মামলায় ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও রেশম বাগান পুলিশ চেক পোস্টের পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন