কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি মামলা

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি মামলায় ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।

NewsDetails_03

এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় রাইখালী বাজারের রুবেল ষ্টোরকে ৩ হাজার ৫শত টাকা এবং অত্যাবশ্যকীয় পন্য আইনে অরুন ষ্টোরকে ৩ হাজার টাকা সহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুণ চন্দ্র দাশ, ইউএনও অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

আরও পড়ুন