কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের ২০টি মামলা
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২০ টি মামলায় ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের বড়ইছড়ি সদর সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
এসময় কাপ্তাই সড়কে অবস্থানরত সিএনজি গাড়িতে ভাড়ার মুল্য তালিকা না থাকায় এবং বিভিন্ন মোটরসাইকেলের সঠিক কাগজপত্র ও চালকদের হেলমেট না থাকার অপরাধে দন্ডবিধি ১৮৬০ বিভিন্ন ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় এই ২০টি মামলা করা হয় এবং সেইসাথে ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং উপজেলা ইউএনও অফিসের কর্মচারীরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।