রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি দোকান হতে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) কাপ্তাই নতুনবাজার এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এই সময় পাটজাত দ্রব্য ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মতে পাটের পরিবর্তে প্লাস্টিক ব্যবহারের অপরাধে কাপ্তাই নতুনবাজার সোনালী স্টোরকে ১ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ৭০০ টাকা, মুনমুন স্টোরকে ৫০০ টাকা এবং আজাদ স্টোরকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
পাট অধিদপ্তরের চট্রগ্রামের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার, কাপ্তাই থানার এস আই খোরশেদ আলম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতে পেশকারের দায়িত্ব পালন করেন।