কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ টি মামলা

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি মামলা দায়ের এবং ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর সংশ্লিস্ট ধারা অনুযায়ী ৪টি এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিস্ট ধারা অনুযায়ী ৪টিসহ মোট ৮টি মামলায় ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

NewsDetails_03

আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) জেলার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান উপস্থিত থেকে উক্ত অভিযান পরিচালনা করেন।

এসময় পাট অধিদপ্তর চট্টগ্রাম রেঞ্জের সহকারি পরিচালক ওমর ফারুক তালুকদার, কাপ্তাই ইউএনও অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম সহ কাপ্তাই থানা পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

আরও পড়ুন