কাপ্তাইয়ে মদপান : দুই জনকে ৩ দিনের কারাদন্ড

NewsDetails_01

কাপ্তাইয়ে মদপান করার অভিযোগে দন্ডপ্রাপ্ত দুই জন
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় আজ শনিবার সন্ধ্যায় মদ্যপান করে মাতলামি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. খোকন মিয়া ও মো. ইসমাইলকে তিন দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ) ধারায় ইয়াকুব মিয়ার পুত্র মো. খোকন মিয়াকে (৩০) ও নূর আলমের পুত্র মো. ইসমাইল হোসেনকে (৩২) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
কাপ্তাই থানার এ.এস.আই হান্নান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। অভিযুক্তকে আগামীকাল রবিবার রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমীন।

আরও পড়ুন