কাপ্তাই পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় মদ্যপান করে আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলগড়ের মৃত জয়নাল আবেদিনের পুত্র আবুল হোসেন (৪৫) ব্যাপক মাতলামি করে পরিবেশ নষ্ট করছে। পরে স্থানীয় জনগন পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল হতে তাকে আটক করে পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রহমান পাঠান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে আজই রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।