কাপ্তাইয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ

সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী মাদক বিরোধী কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করা হচ্ছে।

NewsDetails_03

আজ শনিবার সকালে উপজেলাধীন নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাণোচ্ছল পরিবেশে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এইসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মনচুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া,কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে মাদক সচেতনতা তৈরি এবং মাদক থেকে দূরে রাখার জন্যই সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সুধীজন।

আরও পড়ুন