কাপ্তাইয়ে মাধ্যমিক শিক্ষা ও আইসিটি ভবন নির্মানে ডিজিটাল সার্ভে শুরু

কাপ্তাইয়ে মাধ্যমিক শিক্ষা ও আইসিটি ভবন নির্মানে ডিজিটাল সার্ভে শুরু
বেনবেইস এর অর্থায়নে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় মাধ্যমিক শিক্ষা ও আইসিটি ভবন নির্মানে ডিজিটাল সার্ভে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় এর সার্ভে কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সহ সার্ভে কাজে নিযুক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ভবন হবে দ্বিতল বিশিষ্ট,ফাউন্ডেশন হবে ৪ তলা বিশিষ্ট। এই ভবনে ২৫ টি কম্পিউটার সমৃদ্ধ ল্যাব,ইন্টারনেট সুবিধা এবং মাধ্যমিক শিক্ষা অফিস স্থাপন করা হবে। তিনি আরোও জানান, শীঘ্রই মাটি পরিক্ষা করা হবে।

আরও পড়ুন