রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে আরোও ১ শত ৩১ জন অসহায় ও দরিদ্র পরিবারকে প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে রাইখালী ইউনিয়ন পরিষদে সরকারের দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১শত ৩১ টি পরিবারকে পরিবার প্রতি ৫শ টাকা করে সর্বমোট ৬৫ হাজার ৫শত টাকা বিতরণ করেন রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক। এসময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।