কাপ্তাইয়ে মার্কেটিং অফিস লকডাউন : কর্মচারীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ
ফেনী থেকে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আসা মার্কেটিং অফিসের এক কর্মচারীর বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এসময় মাকেটিং অফিসের অফিস সহায়ক মো. এমদাদ হোসেনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এ নির্দেশ দিয়েছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশ্রাফ আহমেদ রাসেল।
এদিকে বহিরাগত কেউ যেন কাপ্তাইয়ে প্রবেশ করতে না পারেন সে জন্য উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কয়েকটি স্পটে সেনাবাহিনী ও পুলিশ বসিয়েছে চেক পোষ্ট। প্রতিদিন ২ থেকে ৩বার করে উপজেলাটির সবকটি এলাকায় চালানো হচ্ছে সচেতনতা মুলক অভিযান।