কাপ্তাইয়ে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের ৬ মামলা
করোনার সংক্রামন রুখতে জনগণকে মাস্ক পড়ে চলাচল করতে কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসন। দ্বিতীয় দিনের মতো কেপিএম চন্দ্রঘোনা এলাকায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্কবিহীন চলাফেরার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি মামলা রুজু করা হয় এবং সেইসাথে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে উক্ত অভিযান পরিচালনা করেন।
এইসময় মাস্কবিহীন ও নোংরা, ছেঁড়া মাস্ক পরা লোকজনের মাঝে নতুন মাস্ক বিতরণ করেন। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।