কাপ্তাইয়ে মেয়াদউর্ত্তীন পণ্য জব্দ

purabi burmese market

রাঙামাটির কাপ্তাইয়ে লকডাউন এর চর্তুথ দিনে প্রশাসনের প্রচার প্রচারনা এবং ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক হাট রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এইসময় তিনি সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ী চলাচল, অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১৭ টি মামলা দায়ের করেন এবং ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চন্দ্রঘোনা থানার সহকারী উপ পরিদর্শক কল্যান বিশ্বাস, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। অভিযানে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা, রাইখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার উপস্থিত ছিলেন। এইসময় ইউএনও মাস্ক বিতরণ করেন এবং সকলকে সচেতন হবার জন্য সচেতন করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।