কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ আড়ং এর তরল দুধ জব্দ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া সিনেমা হল এলাকায় মেয়াদোত্তীর্ণ ৬ কেজি আড়ং এর তরল দুধ জব্দ করেছেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ।
শনিবার সকালে তিনি ঐ মার্কেটে গিয়ে ক্রেতাদের উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ এই তরল দুধ জব্দ করেন। এইসময় তিনি ৭ থেকে ৮ টি দোকান পরিদর্শন করে, স্বাস্থ্য সনদ বিহীন দোকান পরিচালনা করার অভিযোগে কয়েকটি দোকান মালিককে নোটিশ প্রদান করেন এবং নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা ও দন্ড নিয়ে বিক্রেতাদের সাথে আলোচনা করেন।
এইসময় স্থানীয় ইউপি সদস্য মোঃ মাঈন উদ্দিন ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্হ্য সহকারী মহসিন উপস্থিত ছিলেন।