কাপ্তাই উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াছ জানান, নিয়মিত অভিযানে আজ চন্দ্রঘোনার কলাবাগান বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান হতে মেয়াদ উত্তীর্ন মিজান নামক একটি কোম্পানীর ১ লিটারের ১০টি তেল এবং বেলা, টোষ্টসহ বিভিন্ন ধরনের ১২ প্রকারের বিস্কুট জব্দ করা হয়। পরে তাদের উক্ত পণ্য সরবরাহ করা থেকে বিরত থাকার জন্য নোটিশ প্রদান করা হয় এবং সাথে সাথে ‘নিরাপদ খাদ্য আইন’ সম্পর্কে অবহিত করা হয়।