কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে আসবাবপত্র ও সেগুন কাঠ আটক
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরাতন বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান আসবাবপত্র ও কাঠ আটক করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টা হতে ১২টা পর্যন্ত কাপ্তাই জোনের সেনাবাহিনীর সদস্যরা ঐ বাজারের ৬টি দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে তৈরিকৃত সেগুনের আসবাবপত্র ও গোলকাঠ আটক করা হয়। কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের লোকজন এইসময় তাদেরকে সহায়তা করেন।

পরে আটক আসবাবপত্র ও গোল সেগুন কাঠ কাপ্তাই জেটিঘাট ফরেষ্ট স্টেশন অফিসে নিয়ে আসা হয়। আটক আসবাবপত্র ও গোল সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই জেটিঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা প্রীতিময় চাকমা।
তিনি আরো জানান, যৌথবাহিনী অভিযানের সময় আমাদের খবর দিলে আমার বন বিভাগের লোকজন সেখানে যাই এবং কাঠগুলো আমাদের অফিসে নিয়ে আসি। আটক কাঠের উৎস কি এবং কোথা হতে এই কাঠ আসলো এ নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে।