রবীন্দ্রনাথের গানে, কাব্যে, রচনায়, প্রবন্ধে আমরা প্রতিনিয়ত পথ চলার অনুপ্রেরণা পাই। তিনি সার্বজনিন,তিনি ছিলেন বাংলা সাহিত্যের পুরাধা ব্যাক্তিত্ব। আজ সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি এবং আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম।
অনুষ্ঠানের ২য় পর্বে সংস্কৃতি কর্মী রওশন শরীফ তানির সঞ্চালনায় শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরার পরিচালনায় কাপ্তাই শিল্পকলা একাডেমীর শিল্পীরা পরিবেশন করে গীতিনৃত্যনাট্য “তুমি রবে নীরবে,হ্রদয়ে মম”।
কাপ্তাই’য়ে রবীন্দ্র জয়ন্তীতে গান পরিবেশন করছে শিল্পীরা