কাপ্তাইয়ে রোপণ করা হবে ১০ হাজার তাল বীজ

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাল সোমবার রোপণ করা হবে ১০ হাজার তাল বীজ। বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাঙামাটি জেলা প্রশাসকের সার্বিক তত্ত্ববধানে কাপ্তাই উপজেলায় লাগানো হবে ১০ হাজার তাল বীজ।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই প্রতিবেদকে জানান, সম্প্রতি সারাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ও পরিবেশ বিপর্যয় বৃদ্ধি পেয়েছে। তাই তাল গাছের বীজ রোপণ করে বজ্রপাত হতে মানুষকে রক্ষা করতে সরকার এই কর্মসুচি বাস্তবায়ন করছে। তিনি আরো জানান, বজ্রপাত নিরোধক হিসাবে তালগাছ রোপণ করাটা এখন অনেক যুক্তিসংগত।
গত শনিবার উপজেলা সদরে গিয়ে দেখা যায় ইতিমধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাল গাছের বীজ সংগ্রহ করা হয়েছে। এসব তালগাছের বীজ রাস্তার পাশে, উপজেলা- ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে রোপণ করা হবে।
কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই মহতী উদ্যোগে সকলকে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

আরও পড়ুন