রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রাইখালীতে দেশীয় তৈরী চোলাই মদ পাচারের সময় চট্টগ্রামের র্যাব -৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি টহল দল বিপ্লব বড়ুয়া (৩৫) নামে একজনকে আটক করেছে। গত শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মাঝিপাড়ায় ৪৩ লিটার মদসহ তাকে আটক করা হয় । সে স্থানীয় দিলীপ বড়ুয়ার ছেলে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, চট্টগ্রাম র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পাচারের উদ্যোশে মজুদ করা ৪৩ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে আটটায় তাকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।