কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

NewsDetails_01

কখনো ভগবান শ্রী কৃষ্ণের বিশ্বরুপ, কখনোও রাধা কৃষ্ণের যুগলবন্ধী, কংস রাজা, শিশু কৃষ্ণ, শিশু পাল, মা যশোদা, দৈবকি প্রভৃতি অপরুপ সেজে অংশ নিয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রায় শত শত নারী পুরুষ ভক্ত শিষ্য।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কেপিএম হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের হয়ে কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদর পরিভ্রমণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলা বিভিন্ন মন্দিরের ভক্ত, পুজারী, ইসকন নামহট্র সংঘের ভক্ত এবং কেপিএম ভাগবত সংঘের ভক্তরা সহ সনাতনি সমাজের শত শত ভক্ত, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহাশোভাযাত্রায় অংশ নেন।

এরপর সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুর্বণ ভট্টাচার্য্য এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কেপিএম এর জিএম ও কর্ণফুলী শ্রীশ্রী হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন কুমার সরকার, সাধারন সম্পাদক তপন কুমার মল্লিক, ধর্মীয় বক্তা শীলছড়ি ভক্তি বেদান্ত ছাত্রাবাসের কো-অর্ডিনেটর শ্রী রাঘব প্রাণ গৌর দাস, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবুল কান্তি দেব, ভক্তপ্রবর ডাঃ সাধন বিকাশ রায়, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক প্রমুখ।

NewsDetails_03

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন উদযাপন কমিটির সাধারন সম্পাদক উৎপল কান্তি ভট্টাচার্য্য। এর আগে কেপিএম হরিমন্দির প্রাঙ্গণে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রীশ্রী গৌর নিতাই নামহট্র প্রচার কেন্দ্রের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালে মহা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি মিশন এলাকা হতে শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার এবং মিশন কুষ্ঠ হাসপাতাল গেইট প্রদক্ষিণ করে আবারও মিশন এলাকা শ্রীশ্রী নামহট্ট প্রচার কেন্দ্রে এসে শেষ হয়।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচায্য এবং সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

এইসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রীতিষ চন্দ্র দে, অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক, মিশন এলাকা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, নামহট্র সংঘের সাধারণ সম্পাদক পালক মাধব দাস, অর্থ সম্পাদক অমল হরি কৃপা দাস, সহ অর্থ সম্পাদক শচীসুত দীনপাবন দাস, জয় সহ নামহট্র সংঘের সদস্য ও সনাতন সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।

এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যা আরতি, তুলসি আরতি, গৌর আরতি, নৃশিংহ আরতি এবং ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর মহা অভিষেক অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন হাটহাজারী পুণ্ডরীক ধাম হতে আগত আদি পুরুষ শ্যামদাস ব্রহ্মচারী।

আরও পড়ুন