তথ্য প্রযুক্তিতে দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আইসিটি বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে। আজ রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় (SUSTAINABLE DEVELOPMEND GOALS) শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে ICT IN EDUCATION প্রসারে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন।
উপজেলা প্রশাসনের সহোযোগীতায় আইসিটি বিভাগের আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা আইসিটি কর্মকর্তা সলিল চাকমার সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সেমিনারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা এবং ধর্মীয় নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।