কাপ্তাইয়ে শ্লীলতাহানির অভিযোগে ৩ জন আটক

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে ৩ জনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটককৃতরা হলেন ফজলুল হক সজিব (২০),মিয়াজন ইসলাম রাজু (১৬) ও তৌহিদুল ইসলাম (১৬),। তারা সবাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিমল তংচঙ্গ্যা জানান, গত শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি (মঈন) দুপতারেঙ্গ পাহাড়ের ঢালে ক্ষেতে এক যুবতী মহিলাকে ৩ জন নির্মাণ শ্রমিক শ্লীলতাহানির চেষ্টা করে। পরে উক্ত মহিলা আত্মরক্ষার্থে চিৎকারসহ ধারালো দা দিয়ে ভয় দেখালে তারা পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্থানীয় মেম্বার কাপ্তাই থানা অভিযোগ করলে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা রাতে গিয়ে বড়ইছড়ি-ঘাঘড়া সড়কে বগাপাড়া ব্রীজের নির্মাণ কাজের স্থান থেকে উক্ত আসামীদের আটক করে কাপ্তাই থানায় নিয়ে আসেন। আটক আসামীরা উক্ত বগাপাড়া ব্রীজের নির্মাণ কাজের শ্রমিক বলে জানা গেছে।

এদিকে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন