রাঙামাটি জেলার কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে শনিবার (৭ই ডিসেম্বর) দুপুরে ৬’মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. জাকির হোসেন (২৯) কে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সদের সঙ্গে কাপ্তাইয়ের প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে শনিবার (৭ই ডিসেম্বর) দুপুর আড়াইটায় স্থানীয় মৃত মো. ছিদ্দিকের ছেলে মো. জাকির হোসেনকে আটক করা হয়ে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেন ৬’মাসের সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা ছিল। তাকে রবিবার রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
ফটো ক্যাপশনঃ কাপ্তাই থানা পুলিশের হাতে জাকির হোসেন আটক।