কাপ্তাইয়ে সেগুন ও গামারী কাঠ উদ্ধার

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির বিশেষ অভিযানে সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়েছে।

NewsDetails_03

গত বুধবার রাত সাড়ে ৯টা দিকে কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজার বড় পাগলী পাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে জড়োকৃত আড়াইশ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে কাপ্তাই বিজিবি। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।

কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান, উদ্ধারকৃত কাঠগুলো আজ বৃহস্পতিবার সকালে ঐ স্থান থেকে কাপ্তাই বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন