কাপ্তাইয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর ব্যতিক্রমি আয়োজন
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদের আশ পাশ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কাপ্তাই স্বপ্নচূড়া ফাউন্ডেশন। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সম্প্রতি কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করা স্বপ্নচূড়া ফাউন্ডেশনে উপজেলার বিভিন্ন জায়গায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে দিয়ে সর্বমহলে সুনাম কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে সংগঠনটির এমন কাজের প্রশংসা করেছে অনেকে।
সংগঠনটির আহ্বায়ক সোহেল আরাফাতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিল, সানজিনা আফরোজ নওরিন, ইসমাতুল নূর রাহিলা, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সঞ্জয়, হৃদয়, মোস্তফা, সোহেল, রহিম, ইমন, আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।