কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১৬-০৭১৭) এবং প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুইসাই মং মারমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন।

তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

NewsDetails_03

ওসি জানান, নিহত ব্যক্তি নিজ বাড়ী হতে মোটর সাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর পুলিশ রাইখালী ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেট কারটি জব্দ করে।

ওসি জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ আগামীকাল শনিবার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। কারের চালক পলাতক রয়েছেন।

আরও পড়ুন