রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরং ঘাট এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবুল খায়ের মোল্লা। আহতরা হলেন- মোজাম্মেল হোসেন (২৬) ও বাবুল হোসেন (৫২)। সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলার চেয়ারম্যান দিলদার হোসেন জানান, উপজেলা থেকে সকাল নয়টার দিকে শ্যামলী পরিবহনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করার সময় চিৎমরং ঘাট এলাকায় এসে একটি অটোরিক্সা (সিএনজি) কে সজোরে ধাক্কা দিলে অটোরিক্সার ভিতর থাকা তিনজন যাত্রীর মধ্যে একজন সাথে সাথে মারা যায় বাকী দু’জন মারাতক্ব ভাবে আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বড়ইছড়ি হাসপাতালে ভর্তি করে। পরবর্তী তাদের আশংকাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, শ্যামলী বাসটিকে আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। আটক শ্যামলী বাসটির নম্বর হলো-ঢাকা মেট্রো ব-১৪৪৭৬২।