রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১০ জন শিল্পী পেলো সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা। আজ সোমবার (১৬আগস্ট) দুপুর ১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান তাঁর কার্যালয়ে এই অনুদানের অর্থ শিল্পীদের হাতে হস্তান্তর করেন। এই সময় তিনি সংস্কৃতি মন্ত্রনালয় হতে প্রাপ্ত ২৫ হাজার টাকা অনুদান এদের হাতে তুলে দেন।
চেক বিতরণকালে এসময় কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক বিপুল বড়ুয়া, নির্বাহী সদস্য আনিসুর রহমান, রওশন শরীফ তানি’সহ কাপ্তাই শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই করোনা কালীন সময়ে শিল্পীদের এই অনুদান প্রদান করায় কাপ্তাই শিল্পকলা একাডেমির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতি মন্ত্রনালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।