কাপ্তাইয়ে ১০ মামলায় প্রায় ১৭ হাজার টাকা জরিমানা

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০.৩০ হতে বেলা ১ টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

এইসময় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানা, হেলমেট ব্যবহার না করে সড়কে গাড়ী চলাচল এর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারায় ৪টি মামলায় ১ হাজার ৪০০ টাকা, দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২০১১ এর পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন