কাপ্তাইয়ে ১৫ টি মামলায় ৪৯০০ টাকা জরিমানা আদায়

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে অহেতুক কাপ্তাই প্রবেশ, সড়ক পরিবহন আইন এবং দন্ডবিধি আইন সহ বিভিন্ন অপরাধে ১৫ টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই সাথে ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২৩ মে) বিকাল ৪ টা হতে ৫. ৩০ পর্যন্ত কাপ্তাই উপজেলার প্রবেশমুখ রেশম বাগান পুলিশ চেকপোস্টে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।

এসময় সড়ক পরিবহন আইনে ৩টি মামলায় ১৫০০ টাকা ছাড়াও বাংলাদেশ দন্ডবিধির ২৬৯ ধারায় ১০টি মামলায় ৩০০০ টাকা, ১৮৮ ধারায় ২টি মামলায় ৪০০ টাকা সহ মোট ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।