কাপ্তাইয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর লোকালয়ে

NewsDetails_01

কাপ্তাইয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ। যার ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮ টায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশম গবেষণা কেন্দ্র এলাকায় স্থানীয় তরনমনি তনচংগ্যা এই অজগর সাপটি দেখতে পেয়ে এটাকে ধরে বস্তাবন্দী করে এবং কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেয়।

NewsDetails_03

পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে নিয়ে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যায়।

সেইখানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক( এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে ধৃত অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এইসময় রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন