কাপ্তাইয়ে ১৯টি মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায়

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ১৯টি মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১ টা ৩০ পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারোঘোনিয়া গেইট, কেপিএম, কলাবাগান, সিনেমা হল ও মিশন এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

NewsDetails_03

এইসময় দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ৬ টি মামলায় ১২শ টাকা, দন্ডবিধির ২৬৯ ধারায় ৬ টি মামলায় ১ হাজার ২০০ টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭ টি মামলায় ২ হাজার টাকা সহ মোট ১৯ টি মামলায় সর্বমোট ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি টহল দল এবং আনসার সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন