কাপ্তাইয়ে ২৫০০ জনকে ত্রাণ বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার আরোও ২৫০০ অসহায় পরিবার পেলো পার্বত্য জেলা পরিষদের সহায়তা।

আজ মঙ্গলবার(১৬ জুন) রাঙামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ১ নং চন্দ্রঘোনা ইউপি, ৪ নং কাপ্তাই ইউপি এবং
৫ নং ওয়াগ্গা ইউপিতে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

NewsDetails_03

এই সময় কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে ৫০০ জন করে সর্বমোট ২৫০০ জনকে জেলা পরিষদের পক্ষ হতে প্রতিজনকে ১০ কেজি করে চাল সহায়তা তুলে দেওয়া হয়।

এইসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন