রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে ভোগ্যপণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের দায়ে করিম ষ্টোরকে ১হাজার ও তুষার ষ্টোরকে ১হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এছাড়া রাহাত কুলিং কর্ণার ষ্টোরে ফ্রিজে চামড়াসহ মরা মুরগী সংরক্ষনসহ দোকানের অপরিছন্ন পরিবেশের দায়ে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার আইনে এই জরিমানা প্রদান করেন। এইছাড়া তিনি জনসমূখে মেয়াদউত্তীর্ন খাবার সমূহ ধ্বংস করেন, ফ্রিজে রাখা মরা মুরগী গুলো মাটিতে পুতে ফেলেন এবং সকলকে স্বাস্থ্যবিধী মেনে চলার জন্য সচেতন করেন।
অভিযানে ইউএনও অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম সহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।