কাপ্তাইয়ে ৪০০ লিটার চোলাই মদ’সহ নোহা গাড়ি জব্দ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে কাপ্তাই হতে একটি নোহা গাড়ি করে দেশীয় তৈরী ৪শত লিটার চোলাই মদ পাচারকালে মদ এবং নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ এর সদস্যরা। এইসময় পুলিশ এর উপস্থিতি টের পেয়ে নোহা গাড়ির চালক পালিয়ে যায়।

NewsDetails_03

গত সোমবার (২২ আগস্ট) রাত ১০ টায় কাপ্তাই থানার পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা রেশম বাগান পেট্রোল পাম্পের পাশ্ববর্তী ব্রিজের উপর হতে ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ১টি পুরাতন নোহা গাড়ি সহ জব্দ করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন