কাপ্তাইয়ে ৪২ জন নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী পেলেন আর্থিক অনুদান

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪২ জন নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। তৎমধ্যে ৩৭ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৫ জন কর্মচারীকে ২৫০০ টাকার চেক প্রদান করা হয়।

আজ রবিবার (৫ জুলাই) কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাঁর দপ্তরে শিক্ষক কর্মচারীদের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান তুলে দেন।

এই সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন