কাপ্তাইয়ে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

NewsDetails_01

রাঙ্গামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি কলেজ এলাকায় বাড়িতে ঢুকে রহিমা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে ৫০’হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একই এলাকার পার্শ্ববর্তী আবু বক্কর ফকিরের ছেলে মো. আল আমিন এমন ঘটনা ঘটিয়েছে বলে কাপ্তাই থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

NewsDetails_03

ভুক্তভোগী আহত রহিমা বেগমের ছেলে মো. ইব্রাহিম জানান,গত রবিবার (৪ই অক্টোবর) সকালে প্রতিবেশী আবু বক্কর ফকিরের ছেলে মো. আল আমিন আমার বাসায় প্রবেশ করে ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানো চেষ্টা করে। এসময় আমার মা তাকে বাঁধা দিলে মাদকাগ্রস্ত আল আমিন আমার মায়ের মুখে-মাথায় ঘুষি দেয় এবং মেরে ফেলতে চেষ্টা করে। পরে তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে খাটের কোনায় ফেলে দিয়ে চলে যায়। এই বিষয়ে কাপ্তাই থানায় অভিযোগ করা হয়েছে।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, কাপ্তাই থানায় এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত যুবক আল আমিন মাদকাসক্ত বলে জানতে পারি।

আরও পড়ুন