শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী করতে এবং এলাকায় শিক্ষার মান উন্নয়নে প্রতিবছরই মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে পুরস্কৃত করে আসছেন কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব।
তারই অংশ হিসেবে বুধবার (১১ জানুয়ারী) কাপ্তাই উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১শত ৫৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেছেন তিনি।
বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইদ্রিচ, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।