কাপ্তাইয়ে ৫ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় শুক্রবার বিকেলে ৫ টি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করেন। তৎমধ্যে একটি স্বর্ণের দোকানকে ৫ হাজার টাকা , ৩ টি ডিপার্টমেন্টাল স্টোরকে ২৭০০ টাকা এবং একটি চা দোকানকে ২০০ টাকা জরিমানা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত না করে দোকান খোলা রাখা, বিকেল ৪ টার পর দোকান বন্ধ না রাখা, মাস্ক না পড়ে ক্রেতা বিক্রেতা উভয়ই বেচাকেনা করা সহ আরো বিভিন্ন অপরাধে এই জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন