কাপ্তাইয়ে ৬৭ হাজার চারা বিতরণ করেছে বনবিভাগ

NewsDetails_01

এসআইডি ও সিএইচটি প্রকল্পের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন রাঙামাটি জেলার কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের আওতায় কাপ্তাই উপজেলা প্রশাসনের সহায়তায় কাপ্তাইয়ের ১২৭ প্রতিষ্ঠান ও ৪৩২ ব্যক্তিকে বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

আজ রোববার (২১ আগস্ট) সকালে কাপ্তাই ওয়াগ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন বনবিভাগের নার্সারী কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের উপস্থিতিতে এই চারা বিতরণ করা হয়। এছাড়া বড়ইছড়ি নার্সারি কেন্দ্রে শোকের মাসকে স্মরণ করে ৩টি চারা রোপণ করা হয়।

এসময় বনবিভাগের সহকারি বন সংরক্ষক গঙ্গা প্রকাশ চাকমা, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন