কাপ্তাইয়ে ৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এই বছর ৮ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। আগামী ১লা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। যা আগামী ৫ই অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, এই বছর কৈলাস হতে দেবী দুর্গা মর্ত্যে আসবেন গজে। শাস্ত্রে আছে দেবীর গজে আগমন শস্যপূর্ণ্য হবে বসুন্ধরা। আর দশমীতে দেবী নৌকায় কৈলাসে ফিরে যাবেন। শাস্ত্র মতে দেবীর নৌকায় গমনের মধ্য দিয়ে ফল শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি ঘটে।

এদিকে আজ রবিবার সকালে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরে গিয়ে দেখা যায়, এই মন্দিরের প্রতিমা তৈরীর কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। এখন সাজগোজের কাজ চলছে। এইসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু জানান, এই বছর আমাদের মন্দিরে যষ্ঠী হতে দশমী পর্যন্ত পুজা অর্চনার পাশাপাশি ভক্তিমুলক সংগীতানুষ্ঠান, আরতি প্রতিযোগিতা সহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজন করা হবে।

চন্দ্রঘোনা মিশন এলাকা সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে দেখা যায়, পূজারী শেষ মুহূর্তে দুর্গা উৎসব আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। এই মন্দিরেও প্রতিমা তৈরীর কাজ শেষ বলে জানান, দুর্গা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে। উদযাপন কমিটির সভাপতি রিপন কান্তি গুহ ও সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ দাশ কিষান জানান, এইবার পুজার মন্ডপকে সাজানো হচ্ছে রাজ মহলের আদলে। তাঁরা জানান, পুজার আষ্টমী দিন বিশেষ নৃত্যনাট্য “নবরুপে নব দুর্গা” মঞ্চস্থ হবে।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, এবছর কাপ্তাই উপজেলায় মোট ৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মন্ডপ গুলো হলো, রাইখালী বাজার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা শ্রীশ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালী মন্দির, মিশন এলাকার সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, কেপিএম এলাকার কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, শীলছড়ি এলাকার শ্রী শ্রী রাম সীতা সংঘ দুর্গা মন্দির, ওয়াগ্গা লোকনাথ সেবাশ্রম মন্দির, কাপ্তাই লকগেইট শ্রী শ্রী জয় কালী মন্দির,এবং কাপ্তাই ব্রিকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির।

এদিকে প্রতিবছরের মতো আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া নৌ-র‍্যালী অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু ।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, সরকার এবং কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন