কাপ্তাইয়ে ৮০ লিটার চোলাই মদ’সহ ২ জন আটক
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ সহ ২ জনকে আটক করা হয়েছে। সেই সাথে মদ পাচারের ব্যবহত সি এন জি আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা গ্রামের মোঃ ফারুক এবং একই উপজেলার পদুয়া এলাকার মোঃ আব্দুল আজিজ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯.৪৫ মিনিটে থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গাল হালিয়া বাজার মন্দির এলাকার সামনে হতে তাদের আটক করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।
চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, সিএনজির সিটের ভিতরে কৌশলে দেশীয় তৈরী চোলাই মদ পাচার করা হচ্ছে। এইসময় ১৬ টি দেশীয় তৈরী চোলাই মদের পোটলা যাতে প্রতি প্যাকেটে ৫ লিটার করে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ তাদের আটক করতে সক্ষম হই। সেই সাথে মদ পাচারে ব্যবহত সি এন জি আটক করি। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেন।