কাপ্তাইয়ে ৮৪ লিটার চোলাই মদসহ সিএনজি জব্দ
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান ৮৪ লিটার চোলাই মদসহ সিএনজি চালিত একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে সিএনজি করে চোলাই মদ পাচার করার সময় কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা উক্ত সিএনজিকে আটক করে। এসময় পুলিশ দেখে পাচারকারী ও চালকসহ দুই ব্যাক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের আওতাধীন বারোঘোনিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে গত সোমবার সন্ধ্যা প্রায় ৭টায় সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশি করে ৮৪ লিটার চোলাই মদসহ সিএনজিটি আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে পরিচয় নিশ্চিত হওয়ার পর পালিয়ে যাওয়া সিএনজি চালক ও মদ পাচারকারী মোঃ শাকিল (২৪) এর বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।