কাপ্তাইয়ে ৮৫ লিটার চোলাই মদ সহ আটক ১

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে রাইখালী ফেরিঘাট এলাকা হতে দেশীয় তৈরী ৮৫ লিটার চোলাই মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত নুর হোসেন (৩০) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানান, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

রবিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী ফেরীঘাট হতে একটি সিএনজি গাড়ীতে অভিনব পদ্ধতিতে ইঞ্জিনের সাথে কৌশলে রক্ষিত অবস্থায় ৮৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাচার করার সময় তাঁকে গ্রেফতার করেন। এইসময় মদ পাচারে ব্যবহ্রত সিএনজি টি জব্দ করা হয়।

ওসি জানান, আসামীকে আজ রবিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন