কাপ্তাই ইউএনও এর উদ্যোগে গরীব ছাত্রী পেলেন বই আর ৬ মাসের বেতন

কাপ্তাইয়ের এক শিক্ষার্থীরা হাতে নিজ উদ্যোগে বই তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন
নারী হিসেবে নিজেকে অবহেলা করলে চলবেনা। দেশের সর্বোচ্চ পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে দেশ পরিচালনার যোগ্য হিসেবে, মনোবল রাখতে হবে প্রকট। যে নিজেকে বড় করতে চায় তাকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারেনা। যত বাঁধাই আসুক না কেন সে তার স্থানে পৌঁছাবেই। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার প্রজেক্ট এলাকার এক হতদরিদ্র দিনমজুর বাবার কর্ণফুলী ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া একটি মেয়ের হাতে নিজ উদ্যোগে ৬মাসের বেতন ও এক সেট নতুন বই তুলে দিতে গিয়ে আজ বুধবার দুপুরে এমন কথা বলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এসময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ চৌধুরী উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর আগে একই এলাকার নিজাম হোসেনের কর্ণফুলী কলেজের ৬মাসের বেতন প্রদান করেন।
তিনি আরও বলেন, কেউ যখন নিজের মনোবলকে প্রকট করতে পারবে, তখন তাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করা হবে। মনে রাখতে হবে, সমাজের কল্যানের কথা বিবেচনায় রেখে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন