কাপ্তাই ইউনিয়নে ফের ৫শ পরিবার পেলো নগদ টাকা
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শ দরিদ্র ও দুঃস্থ পরিবার।
আজ শনিবার (২৬জুন) বিকাল ৩টায় ইউনিয়নের পাশে রিভার ভিউ পার্ক মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের হতে প্রাপ্ত ২ লাখ ৫০ হাজার টাকা ৫শ’পরিবারের হাতে পরিবার প্রতি ৫শ’ টাকা করে তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।