কাপ্তাই ইউনিয়নে ২৫০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
চতুর্থ ধাপে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ২৫০ পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।
আজ বুধবার (১৫ এপ্রিল) ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমদ রাসেল প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ২কেজি আলু এবং আধা কেজি লবণ এদের পরিবারের হাতে তুলে দেন।
এসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান আব্দুল লতিফ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমদ রাসেল জানান, চতুর্থ ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহারগুলো সামাজিক দুরত্ব নিশ্চিত কল্পে দুরবর্তী ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।