কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সম্মেলন

সভাপতি সাইফুল, সম্পাদক জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক তারেক

NewsDetails_01

দীর্ঘ ৮ বছর পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার (১০অক্টোবর) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে রাতে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটাভুটিতে সভাপতি পদে পুনরায় মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক পদে মো.জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক পদে মো.তারেক মিয়া নির্বাচিত হন।

NewsDetails_03

এদিকে গত সোমবার সম্মেলনে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম। এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। উদ্বোধক ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী।

সম্মলেনে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ,কাজী মাকসুদুর রহমান বাবুল,যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব,সাগর চক্রবর্তী ও কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর।

এইসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে ২য় অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারন সম্পাদক এবং ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন কাউন্সিলাররা।

আরও পড়ুন