কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব পরিদর্শনে আইসিটি অধিদপ্তরের ডিজি
বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক( যুগ্ম সচিব) রেজাউল মাকসুদ জাহেদি আজ রবিবার (৯জানুয়ারি) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।

এইসময় তিনি ল্যাবের কার্যক্রম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদেরকে আধুনিক বিজ্ঞানমনষ্ক জাতি হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
এইসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু উপস্থিত ছিলেন।