রাঙামাটির কাপ্তাই উপজেলা উদীচীর শিল্পিদের পরিবেশনায় সমবেত যন্ত্রসংগীত, আবৃত্তি, গান এবং নৃত্য উপভোগ করে আগত দর্শক শ্রোতা তুমুল করতালিতে। আজ শুক্রবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। উদীচী কাপ্তাই এর সভাপতি মংসুইপ্রু মারমার সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অমিত বিশ্বাস বাবলু এবং সদস্য খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাংগামাটি জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদার।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী কাপ্তাই এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। বর্ষবরন অনুষ্ঠানে উদীচী রাংগামাটি জেলার সাধারণ সম্পাদক বিজয় ধর, যুগ্ম সম্পাদক সাগর পাল,কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা সহ উদীচী রাংগামাটি,কাপ্তাই শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।